’কেন এখনও নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হচ্ছে না’ রোজেলের প্রশ্ন

নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপি সাবেক আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (২৯ মার্চ) মাসদাইর ফারিহা গামের্ন্টস মোড়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৫০০ এর অধিক অসহায় ও অস্বচ্ছল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছিলাম, তার পর থেকে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বিএনপিকে নির্যাতন ও হয়রানি করতে মেতে উঠেছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা ফিরে এসেছে। আজ আট মাস ধরে জাতি জাতীয় সংসদ নির্বাচন দাবি করছে। দেশের মানুষের প্রশ্ন হচ্ছে, কেন এখনও নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হচ্ছে না?”
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিএনপিও জুলাই-আগষ্টে রক্ত দিয়েছে, সেটা ভুলে যাবেন না। সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য দেশে তারেক রহমান এর নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো সক্রিয় রয়েছে। আমাদের মাঝে কোন আওয়ামী ফ্যাসিস্টরা যেন ঢুকতে না পারে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপিতে ঢুকে অপরাধ করতে চেষ্টা করছে। সূদূর লন্ডন থেকে বসে বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন তারেক রহমান। আমাদের নেতা-কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। আমাদের ঈদ আনন্দকে সকলকে নিয়ে করতে চাই।”
তিনি তার বক্তব্যে বলেন, “শেখ হাসিনা বলেছিলেন- বঙ্গবন্ধু কন্যা পালায় না। তাহলে তিনি এখন কোথায়? বাংলাদেশের মানুষের প্রশ্ন, কোথায় এখন শেখ হাসিনা? আমাদের সন্তানদের আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে আওয়ামী লীগ। বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন ৩১ দফা বাস্তবায়ন করা হবে এবং সকল নির্যাতন ও হয়রানি বিচার করা হবে। আওয়ামী লীগকে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত দেশের ১৮ কোটি মানুষ ক্ষোভ থাকবে।”
অনুষ্ঠানে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর মকবুল হোসেন বাবলু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা সদস্য সচিব রাসেল মাহমুদ, সজীব সহ নেতৃবৃন্দ।