সেহরিতে খাবার গরম করতে গিয়ে গ্যাসের আগুনে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডারের লাইনের লিকেজ থেকে রান্নাঘরে জমা গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন৷
রোববার (২৩ মার্চ) ভোরে আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় সেমিপাকা টিনসেড ঘরে এ ঘটনা ঘটে৷
দগ্ধ গৃহিনী রুনা আক্তার কমলা (৪০), তার স্বামী দিনমজুর মো. হারুনুর রশীদ (৫০) এবং তাদের কন্যা সরকারি কদমরসুল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মিম আক্তার (১৭) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷
এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার স্বামী ও কন্যার শরীরের সামান্য দগ্ধ হয়েছেন৷ তারাও পর্যবেক্ষণে আছেন৷
আহত কমলা বেগম ভোরে সেহরির খাবার গরম করার জন্য রান্নাঘরে গেলে আগুনের ঘটনা ঘটে বলে জানান তার প্রতিবেশী নুপুর আক্তার৷
“কমলা বেগমের শরীরের আগুন নেভাতে গিয়ে বাকি দু’জনও সামান্য দগ্ধ হন৷ পরে আমরা আশেপাশের লোকজন মিলে আগুন নেভাই এবং পরে তাদের হাসপাতালে পাঠাই”, যোগ করেন নুপুর৷
আহতদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়৷ তারা এ সেমিপাকা টিনসেড ঘরটিতে ভাড়া থাকতেন বলেও জানান অপর প্রতিবেশীরা৷
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের একটি দল৷
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল৷ সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডারের লাইন থেকে লিকেজ হয়েছে, যা থেকে গ্যাস রান্নাঘরে জমা ছিল৷ ভোরে সেহরির সময় খাবার গরম করার জন্য বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলে স্পার্ক থেকে আগুনের ঘটনা ঘটে৷”