ফতুল্লায় আলোচনাসভা ও কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা এবং কেক কেটে উদযাপন করা হয়েছে। ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সহ-সভাপতি সেলিম মুন্সী, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি ডালিম, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্টের সভাপতি এনামুল সিদ্দিকী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহ সাংবাদিক সমাজের নানা প্রতিনিধি।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দৈনিক যুগান্তরের ধারাবাহিক সাফল্য ও সাংবাদিকতার মানের ওপর আলোচনায় অংশ নেন এবং ভবিষ্যতে আরও উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এছাড়াও, অনুষ্ঠানে ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহআলম পাটোয়ারী, ফতুল্লা আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ফতুল্লা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।