জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন

ফতুল্লার পূর্ব লামাপাড়ায় অবস্থিত জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রটি দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে, যার মধ্যে ছিল আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, কেক কাটা, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক অর্ণব আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রটির চেয়ারম্যান মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম হোসেন, ব্যবসায়ী আসিফ উল হোসাইন রাব্বী এবং আব্দুল্লাহ আল মামুন (সুজন)।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনির হোসেন বলেন, নারায়ণগঞ্জ জেলার মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে বিগত এক বছর ধরে আমাদের কেন্দ্র নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে আসছে। আমরা সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়নের দিকে মনোযোগী। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং টেকসই ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে আমরা চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করি।
তিনি আরও বলেন, জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, সুস্থ থাকার স্বীকৃতি প্রদান এবং জনসচেতনতামূলক প্রচারণায় অংশগ্রহণ আমাদের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ। আমি অভিভাবক প্রতিনিধিদের এবং প্রাক্তন সদস্যদের আমাদের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক ফারুক হোসেন কচি, আবুল কালাম, মো. মফিজ, কবির হোসেন, কিবরিয়া, আলম, নজরুল, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুজন ও মো. রায়হান চৌধুরী প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে খেলা ও নানা আনন্দদায়ক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়।