তল্লায় গোর কমিটির উদ্যোগে ৫০ শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় গঞ্জে আলী শাহ রোড গোর কমিটির উদ্যোগে বিনামূল্যে ৫০ জন শিশুর সুন্নতে খতনা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গঞ্জে আলী শাহ রোড রেললাইন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঞ্জে আলী শাহ রোড গোর কমিটির সভাপতি মনির হোসেন সরদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার কাজী নজরুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
আয়োজকদের পক্ষ থেকে সুন্নতে খতনার সময় শিশুদের লুঙ্গি, গেঞ্জি, প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গোর কমিটির সভাপতি মনির হোসেন সরদার বলেন, আমরা প্রতিবছরই এ ধরনের সামাজিক উদ্যোগ নিয়ে থাকি। এলাকার সুবিধাবঞ্চিত শিশুরা যেন সুন্নতে খতনা করাতে পারে, সে জন্য আমরা বিনামূল্যে এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাব।