ফতুল্লায় গাড়ি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় এক গাড়ি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে তিন অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার পাগলা বাজার ওয়ালটন শোরুম গলিতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, ঢাকার দক্ষিণ মুগদার ওয়াবদা গলির মৃত আব্দুল জব্বারের পুত্র ও প্রাইভেটকার চালক শাহাদাত (৪৬), ফতুল্লার পঞ্চবটীর সেলিমের পুত্র হাসান (১৫), ফতুল্লার দাপা ইদ্রাকপুরের মো. শাহালমের পুত্র শাহরুখ (১৬)।
জানা গেছে, পাগলা মুন্সিখোলা এলাকার গাড়ি ব্যবসায়ী সাহাবুদ্দিন মোল্লা সোমবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজ থেকে বের হয়ে পায়ে হেঁটে পাগলা বাজারে আসেন। খেয়াঘাটের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের সামনে পৌঁছালে ৫-৭ জনের একটি দল অস্ত্রের মুখে তাকে জিম্মি করে।
তারা সাহাবুদ্দিন মোল্লার কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয় এবং জোর করে তাকে গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু সাহাবুদ্দিন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রাইভেটকার চালকসহ তিনজনকে আটক করে। তবে অপর দুই-তিনজন অস্ত্র উঁচিয়ে পালিয়ে যায় এবং লুট করা টাকা নিয়ে সরে পড়ে।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে এবং পলাতক অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।