ফতুল্লায় বন্ধ স্টিল মিলে ডাকাতি, ৬০ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে বন্ধ হয়ে যাওয়া যমুনা স্টিল মিলে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। অজ্ঞাত ৩০-৪০ জনের ডাকাত দল মিলের নিরাপত্তারক্ষীসহ ভিতরে থাকা সাতজনকে হাত-পা বেঁধে রেখে প্রায় ৫০-৬০ লাখ টাকার লৌহজাতীয় মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার পঞ্চবটী পাঁচতলা কলোনীর সংলগ্ন বন্ধকৃত যমুনা স্টিল মিলে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ বছর আগে যমুনা স্টিল মিলটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আয়রন সুপার মার্কেটের ৮-১০ জন ব্যবসায়ী মিলটি ভাড়া নিয়ে লোহার স্ক্র্যাপ, তামা, ক্যাবলসহ লৌহজাতীয় দ্রব্যাদি সংরক্ষণের গোডাউন হিসেবে ব্যবহার করে আসছিলেন।
সোমবার রাত ৮টার দিকে ডাকাত দল মিলের ভিতরে প্রবেশ করে এবং রাত ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করে। তারা প্রথমে নিরাপত্তারক্ষী আমিরকে জিম্মি করে, পরে একে একে আরও দুই নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকসহ সাতজনকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর দুটি ট্রাকে করে প্রায় ৫০-৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী হাজী মোফাজ্জল হোসেন জানান, মিলটি বন্ধ হয়ে যাওয়ার পর তারা কয়েকজন মিলে সেটি ভাড়া নেন এবং সেখানে টেন্ডারের মাধ্যমে কেনা গর্দা, মোটা ক্যাবল, তামা, লোহা ও স্ক্র্যাপ মজুত রাখতেন। তিনি আরও বলেন, ডাকাতরা পেশাদার ছিল এবং পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, "ঘটনার সত্যতা পাওয়া গেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে গোডাউনের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।