১৪ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫

শ্রমিক শামীম হত্যায় গ্রেফতার আলফাস দুই দিনের রিমান্ডে

শ্রমিক শামীম হত্যায় গ্রেফতার আলফাস দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শামীম (১৮) নামে এক গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলফাস উদ্দিন বাজু নামে একজনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়। পরে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিহত শামীম ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার বাসিন্দা জনাব আলীর ছেলে এবং ফকির গার্মেন্টসের কর্মী ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে কয়েকজন দুর্বৃত্ত শামীমকে কুপিয়ে হত্যা করে।


 

সর্বশেষ

জনপ্রিয়