০৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লা ইউনিয়নে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

ফতুল্লা ইউনিয়নে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

কৃষকদের স্বার্থ রক্ষায় ফতুল্লা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুতুব আইল ব্যাংক মোড়ে কৃষকদলের এ সমাবেশ হয়।

ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আহাদুর রহমান অয়নের সভাপতিত্ব ও সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. নাসির বেপারী এবং সহ- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল হাসান মিয়া।

সমাবেশে বক্তারা বলেন, "কৃষকদল সব সময় কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করবে এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে। দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষকদল সবসময় প্রচেষ্টা চালিয়ে যাবে।"

তারা আরও বলেন, "আপনারা কৃষকেরা যেকোনো সময়, যেকোনো সমস্যার কথা আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো। দেশের যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।"

সমাবেশের সভাপতি আহাদুর রহমান অয়ন বলেন, "ফতুল্লা ইউনিয়ন কৃষকদল দুঃসময়ে কৃষকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের আরও বেশি সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে, যা বিগত সরকার তাদের থেকে বঞ্চিত করেছে। আমরা আপনাদের উন্নতির জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।"

সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কৃষকদল নেতৃবৃন্দ এবং দলীয় সমর্থকরা।


 

সর্বশেষ

জনপ্রিয়