২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৩০, ৮ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় মাদক সেবন নিয়ে বিরোধে যুবক খুন, গ্রেফতার ২ 

ফতুল্লায় মাদক সেবন নিয়ে বিরোধে যুবক খুন, গ্রেফতার ২ 

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা এলাকায় মাদক সেবনের সময় তর্কবিতর্কের জেরে সজীব দেবনাথ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পাগলা তালতলা এলাকায় বুড়িগঙ্গা নদীর পাশে একটি ড্রেজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সজীব বরগুনা জেলার সদর থানার শুশু কাঠপট্টি সড়কের বাসিন্দা আশুতোষ দেবনাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সজীবসহ রবি (১৭) ও সাজ্জাদ (১৮) ড্রেজারে বসে গাঁজা সেবন করছিল। এসময় তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রবি ও সাজ্জাদ গাঁজা কাটার ছুরি দিয়ে সজীবকে আঘাত করে। গুরুতর আহত সজীব চিৎকার করলে স্থানীয় ড্রেজার শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যায়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রবি ও সাজ্জাদকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সজীবের বাবা জানান, নিহত সজীব একসময় একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। চাকরি ছেড়ে গ্রামে চলে যাওয়ার পর দুই মাস আগে তিনি ঢাকায় ফিরে আসেন। নতুন চাকরির জন্য ফতুল্লার পাগলায় অবস্থান করছিলেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মাদক সেবনের সময়ই এই সহিংসতার সূত্রপাত। ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। দুই অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়