২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫১, ৭ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় হত্যা মামলায় যুবলীগ ক্যাডার ’ডাকাত’ শহিদ গ্রেফতার

ফতুল্লায় হত্যা মামলায় যুবলীগ ক্যাডার ’ডাকাত’ শহিদ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদল নেতা রাকিব হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে তাকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর শাহার সিটি মাঠ থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহিদ হোসেন ফতুল্লা থানার দাপা মসজিদ গলির আলি নুর ব্যাপারির পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত শহিদকে থানা থেকে ছাড়িয়ে নিতে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি গাজী নুরে আলম থানা পুলিশের সাথে যোগাযোগ করেন। তিনি জেলা বিএনপির শীর্ষ নেতার কাছের লোক হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, তবে সফল হতে পারেননি। রাত ১টা পর্যন্ত তদবির করার পর তিনি থানা কম্পাউন্ড থেকে চলে যান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান রনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাত শহিদকে গ্রেফতার করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শহিদ হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর গুলি করে ছাত্রদল নেতা রাকিব হত্যার ঘটনায় প্রধান আসামি। তার বিরুদ্ধে আরও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়