৩০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৩৫, ২৯ এপ্রিল ২০২৫

বন্দর থেকে ১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

বন্দর থেকে ১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থেকে ১৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে বন্দরের রাফি ফিলিং স্টেশনের সামনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -১১ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারির মোছা. সাথী মনি (২০), দিনাজপুরের বিরামপুর থানার শান্তিনগর এলাকার মো. তাইজুল ইসলামের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে সে জানায়, কুমিল্লা থেকে বিশেষ কৌশলে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়