২৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ২৪ এপ্রিল ২০২৫

বন্দরে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সৎ পিতা ও নানা গ্রেফতার

বন্দরে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সৎ পিতা ও নানা গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ কুশিয়ারা এলাকায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির সৎ পিতা (২৩) ও নানা (৫০)-কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিশুটির পিতা জানান, চার বছর আগে তিনি বিয়ে করেন। এক বছর পর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় এক মাস আগে তাদের তালাক হয়। এরপর তার সাবেক স্ত্রী নবীগঞ্জ কুশিয়ারা এলাকায় দ্বিতীয়বার বিয়ে করেন। আড়াই বছরের শিশুটি মায়ের সঙ্গেই সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।

বুধবার (২৩ এপ্রিল) রাত দেড়টার দিকে এক আত্মীয়ের মাধ্যমে ফোনে জানতে পারেন তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

সর্বশেষ

জনপ্রিয়