বন্দরে ডিবি পরিচয়ে ইমামকে হাতকড়া পরিয়ে সাড়ে ৪ লাখ টাকা লুট

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে মোহাম্মদ আহসান হাবীব (২৭) নামের এক মসজিদের ইমামকে হাতকড়া পরিয়ে সাড়ে চার লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ইমামের মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ডও নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম আহসান হাবীব বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী জানান, তিনি ফনকুল নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। মসজিদের পাশেই তার মালিকানাধীন নূরে মোহাম্মদ স্টোর নামের একটি বিকাশের দোকান রয়েছে। মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাসে করে ৭-৮ জন ব্যক্তি এসে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয়।
তারা প্রথমে তাকে দোকান থেকে বাইরে ডাকেন, এরপর ২-৩ জন ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও সিমকার্ড নিয়ে নেয়। পরে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে হাতকড়া পরায় এবং বৈদ্যুতিক শক দেয়।
তারা তার কাছে থাকা বিকাশ লেনদেনের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে বিকাশ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আরও ২ লাখ ৮০ হাজার টাকা ক্যাশ আউট করে নেয়। পরে তাকে হাত-পা বেঁধে বন্দরের মালিবাগ এলাকার রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।