২০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৩, ১৭ এপ্রিল ২০২৫

বন্দরে ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

বন্দরে ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৩টার দিকে বন্দর থানার রাজবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

র‍্যাব-১১ এর আদমজীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করে।

আটককৃতরা হলেন, বন্দর একরামপুর এলাকার মৃত মেছের আলী সরদারের ছেলে মো. আমির (৩৭), কুমিল্লা কোতোয়ালী মডেল থানা এলাকার মো. আজাদের ছেলে মো. আকবর হোসেন (৩১) ও হোসাইনের ছেলে মো. জিয়ান (১৯), একই জেলার চান্দিনা থানার ইদ্রিস আলীর ছেলে মো. আরিফ (৩৮) ও শফিকুল ইসলামের ছেলে হানিফ হোসেন (৩৫)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা কুমিল্লা থেকে বিশেষ কৌশলে ফেনসিডিল এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়