১৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ১৩ এপ্রিল ২০২৫

বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ পলাতকসহ ৩ আসামি গ্রেপ্তার

বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ পলাতকসহ ৩ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ওয়ারেন্টভুক্ত দুই পলাতকসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মাদার হোসেন মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি শুক্কুর (৪২), একই এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল (৩৩) এবং লেজারার্স এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে রাকিব খান (২৬)।

এদের মধ্যে শুক্কুর ও রুবেল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানায়। তারা মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়