১৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ১১ এপ্রিল ২০২৫

বন্দরে ‘রাস্তা থেকে তুলে নিয়ে’ কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ‘রাস্তা থেকে তুলে নিয়ে’ কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে এক ১৬ বছর বয়সী এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই কিশোরীর মা। এতে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

ওসি বলেন, গত ১ এপ্রিল ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ কিশোরীর। তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রির প্রতিষ্ঠানে চাকরি করেন। ১ এপ্রিল রাত এগারোটার দিকে বাসায় ফেরার পথে তাকে চারজন তুলে নিয়ে যায় এবং একটি ঘরে তাকে একজন ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করেছেন।

পুলিশ জানায়, ওই কিশোরীর এর আগেও একবার বিয়ে হয়েছে। তার আট মাসের একটি সন্তানও রয়েছে। তবে আগের স্বামীর সাথে তার বিচ্ছেদও হয়েছে।
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বন্দর চৌধুরীবাড়ি এলাকার কুতুবউদ্দিনের ছেলে টিপু সুলতান (২৬) ও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সজিব হোসেনকে (২৫)। এদিকে, তিনদিন আগে টিপু সুলতানকে অপহরণের অভিযোগে থানায় লিখিত দিয়েছেন তার পরিবার। সেখানে কিশোরীর পরিবারের লোকজনকে অভিযুক্ত করা হয়েছে বলেও জানান ওসি তরিকুল।

তিনি বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেছিলেন উভয়পক্ষ। তবে, আগে পুলিশে কিছু জানায়নি। যেহেতু আগে একটি অপহরণের অভিযোগ দেওয়া হয়েছে। ফলে দু’টি বিষয়কেই গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি নিজে পালিয়ে থেকে অপহরণের নাটক সাজাচ্ছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।”
 

সর্বশেষ

জনপ্রিয়