বন্দরে অটোরিকশা চালক ও নদী পারাপারে মাঝিদের নৈরাজ্য বন্ধের দাবি

ঈদকে সামনে রেখে বন্দর উপজেলা নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, বন্দর শাখা জেলা প্রশাসক, এসপি ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে অটোরিকশা চালক ও নদী পারাপারে নিয়োজিত মাঝিদের নৈরাজ্য বন্ধ করার দাবি জানানো হয়েছে।
রবিবার (২৩ মার্চ) প্রশাসনিক কার্যালয় গুলোতে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, "প্রতিবছর ঈদকে সামনে রেখে একশ্রেণীর অটোরিকশা চালক ও নদী পারাপারে নিয়োজিত মাঝিরা জোরপূর্বক বাড়তি ভাড়া আদায়ের নামে নৈরাজ্য চালায়। এ বিষয়ে প্রতিবাদ করলে যাত্রীদেরও নানাভাবে হেনস্তা ও লাঞ্চিতের শিকার হতে হয়।"
স্মারকলিপিতে আরো বলা হয়, "বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের মাঝিরা সিন্ডিকেট করে প্রতিবার নদী পারাপারে একটি নৌকায় ৬ জনের স্থলে ১০ থেকে ১৫ জন যাত্রী বহন শুরু করেছে। পাশাপাশি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করা হচ্ছে। এরই সঙ্গে প্রচুর মালামাল বহন করছে তারা।"
ফলে, যে কোন সময় নৌকা ডুবিতে শিশু ও নারীসহ অন্যান্য যাত্রীদের প্রাণহানী ঘটার আশঙ্কা রয়েছে। এমনকি যাত্রীদের সুলভ বাহন অটোরিকশা চালকগণ ইতিমধ্যে অতিরিক্ত ভাড়া আদায়ে পরিকল্পনা নিয়েছেও বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এই নৈরাজ্য ও হয়রানীর হাত থেকে যাত্রীদের রক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়।