০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৫, ২৩ মার্চ ২০২৫

বন্দরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা

বন্দরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের বন্দরে কমিউনিটি পুলিশিং ইউনিট বিট নং- ১০ এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপসংস্কৃতি প্রতিরোধ কল্পে জন সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৩ মার্চ) বিকেল ৪টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের সিএসডি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বন্দর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, "অপরাধ নির্মূলে পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এজন্য কমিউনিটি পুলিশিং ইউনিটকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ ও জনগণ এক সঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে।"

ওসি আরও বলেন, "আমাদের সমাজে বড় একটি সমস্যা হলো মাদক। মাদকের টাকা যোগান দেওয়ার জন্য যুব সমাজ চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। জনগণের সেবা প্রদান পুলিশ বিভাগের কাজ, তাই আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের পুলিশকে সহযোগিতা করতে হবে।" তিনি আরও সতর্ক করে বলেন, "আইন নিজের হাতে তুলে নেবেন না।"

দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. তাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ২৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আমিরুল ইসলাম বাবু।

বক্তব্য রাখেন: বন্দর কেন্দ্রীয় কবরস্থান রোড পঞ্চায়েত কমিটির সভাপতি মো. সোহেল খান বাবু, খাদেমপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রসুল রনী, মাসুদ সরদার, বন্দর থানার উপ পরিদর্শক আবদুল মোতালিব ভূইয়া, আফসার উদ্দিন, রাজু আহাম্মেদ। 

মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: বিট-১০ এর সহকারি বিট অফিসার এএসআই মাসুদ পারভেজ, সমাজ সেবক মো. ইকবাল হোসেন, সানু খান, মাছুম মিয়া, রাজু আহাম্মেদ, কাজল আহাম্মেদ কালুনসহ স্থানীয় এলাকাবাসী।

সর্বশেষ

জনপ্রিয়