লাঙ্গলবন্দে পূণ্যস্নানের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে ডিসি

লাঙ্গলবন্দে মহাতীর্থ পূণ্যস্নান ২০২৫ উপলক্ষে বন্দর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
শুক্রবার (২১ মার্চ ) স্নানঘাট সহ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পাশাপাশি সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি সহ পূণ্যস্নান বাস্তবায়ন ও সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
পরিদর্শনকালে, পূণ্যার্থীদের নির্বিঘ্নে স্নান সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আয়োজকদের নির্দেশ দেন।
পাশাপাশি, ঘাট এলাকায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ।পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে অনুষ্ঠানের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।