০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ২১ মার্চ ২০২৫

নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের ’গুণীজন সম্মাননা ২০২৫’ অনুষ্ঠিত

নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের ’গুণীজন সম্মাননা ২০২৫’ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে 'গুণীজন সম্মাননা ২০২৫' অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ মার্চ) বিকেলে চৈত্রের পড়ন্ত বেলায় নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার শিশু-কিশোরদের কোলাহলে মুখরিত হয়ে উঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, শিক্ষক ও লেখক ড. সেলিম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দ্বিভাষিক কবি শামীম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম ইলিয়াস, চিকিৎসক ও প্রকাশক রাজিয়া রহমান জলি এবং শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী কাশেম জামাল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন ড. রওনক জাহান। স্বাগত বক্তব্য প্রদান করেন সাংবাদিক আফজাল হোসেন পন্টি।

অনুষ্ঠানে অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয় এবং অতিথিগণ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার কে শুভেচ্ছা উপহার হিসেবে বেশকিছু বই উপহার দেন। কবি শামীম আজাদ মর্তুজা শরিফুল ইসলামের মতো কার্যকর মানুষের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ড. সেলিম জাহান শিশুদের বইকে সঙ্গী করার ওপর গুরুত্ব প্রদান করেন।

এছাড়াও, অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের সার্থকতা প্রত্যাশা করেন এবং ভবিষ্যতে পাঠাগারের কার্যক্রম আরও শক্তিশালী হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়