১২ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

নবীগঞ্জ গার্লস স্কুলে পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

নবীগঞ্জ গার্লস স্কুলে পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নবীন বরণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।

বিদ্যালয়ের অধ্যক্ষ সায়মা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি ইফফাত আরা, অভিভাবক সদস্য সুমন, সাবেক সদস্য সবুজ ও নিলুফা।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়