০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৬, ২৪ জানুয়ারি ২০২৫

মাদক বিক্রিতে বাধা দেয়ার অভিযোগে হামলা-লুট, আহত তিনজন

মাদক বিক্রিতে বাধা দেয়ার অভিযোগে হামলা-লুট, আহত তিনজন
ইনসেটে মাঈনুল

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রি করতে বাধা দেওয়ায় এক মাদক কারবারি চক্র একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করেছে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেলসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ নগর এলাকায় খাজা আব্দুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খাজা আব্দুর রশিদ মাদক কারবারি মাঈনুলকে ইয়াবা বিক্রি করতে বাধা দিলে মাঈনুল, তার ভাই পারভেজ ও মিলনসহ ১০-১২ জনের একটি দল খাজা রশিদের বাড়িতে হামলা চালায়।

হামলার সময় খাজা রশিদকে পেটানো শুরু করলে তার মেয়ে রুজিনা (৩৫) এগিয়ে এসে বাবাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা তাকেও এলোপাতাড়ি কিল, ঘুষি, এবং লাথি মেরে শরীরের বিভিন্ন অংশে জখম করে।

এরপর হামলাকারীরা বসতঘরে ঢুকে আলমারির ড্রয়ার থেকে নগদ ৫ লাখ টাকা, ১ জোড়া স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। লুট করা মালামালের মোট মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর জনি নামের একজন ভুক্তভোগী বাদী হয়ে মাঈনুল, পারভেজ, এবং মিলনসহ ৬ জনকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কামতাল তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম বলেন, "অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। হামলায় ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

সর্বশেষ

জনপ্রিয়