০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৭, ২২ জানুয়ারি ২০২৫

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: মুকুল

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: মুকুল

বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বাদ জহুর বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকায় আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীকে উদ্দেশ্য করে আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, “আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু শেখ মজিবুর রহমান এদেশে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে ছিল। তিনি বাকশাল কায়েম করে গণতন্ত্র হরণ করে রাজতন্ত্র স্থাপনের চেষ্টা করেছিলেন।”

তিনি আরও বলেন, “সিপাহী জনতার মাধ্যমে আমার নেতা জিয়াউর রহমান এদেশের হাল ধরে ছিলেন। তিনি এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং এদেশে কৃষি ও শিল্প বিপ্লব ঘটান। তার অবদান এক দিনে বলা যাবে না।”

এছাড়া, তিনি উপস্থিত সবার কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এড. বিল্লাল হোসেন, বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, সদর থানা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী রাশেদ আহাম্মেদ টিটু, মহানগর সেচ্ছাসেবক দলের নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, জান্নাতুল ফেরদৌস রাজিব, ২০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন স্বপন, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, বন্দর উপজেলা জাসাস নেতা নূরজ্জামান মোল্লা, বন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মালেক মেম্বার, বন্দর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাফিক, ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক চৌধুরী, ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হুমায়ন কবির বুলবুল,
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম, মদনপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অহিদ ভূইয়া, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম মেম্বার, ২৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। 

এছাড়াও, বন্দর থানা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়