জিয়াউর রহমান ক্রান্তিকালে দেশের হাল ধরেছিলেন: মুকুল
![জিয়াউর রহমান ক্রান্তিকালে দেশের হাল ধরেছিলেন: মুকুল জিয়াউর রহমান ক্রান্তিকালে দেশের হাল ধরেছিলেন: মুকুল](https://www.pressnarayanganj24.net/media/imgAll/2025January/mukul-2501211400.jpg)
বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাদ জোহর কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দক্ষিণ ঘারমোড়া এলাকায় এ আয়োজন সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্রান্তিকালে এমন একজন নেতা ছিলেন, যিনি দেশের হাল ধরেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।"
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য আহ্বান জানিয়েছেন বলে দাবি করা হলেও, প্রকৃতপক্ষে শহীদ জিয়াই স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশকে যুদ্ধের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আওলাদ হোসেন, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মেজবা উদ্দিন স্বপন, মোস্তাকুর রহমান মোস্তাকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা গরম খাবার বিতরণ করা হয়।