০৮ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০১, ৩ জানুয়ারি ২০২৫

মানুষের সেবা করার জন্য রাজনীতি করি: মুকুল

মানুষের সেবা করার জন্য রাজনীতি করি: মুকুল

বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছে কলাগাছিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক যুবক। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের কবিলের মোড়স্থ বিএনপি নেতা মুকুলের বাসভবনে এসে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদানকালে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, "দেশের মানুষদের সেবা করার জন্য আমি রাজনীতি করি। আমার দলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। আমি সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাসী। ভালোবাসা ছাড়া নেতাকর্মীদের দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবেন।"

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা আবুল কাশেম, মো. সাফি, আব্দুর রাজ্জাক, মোরশেদ আলম প্রমুখ।

সদ্য যোগদানকৃত তরুণ নেতাদের মধ্যে ছিলেন আব্দুল জাব্বার, নিলয়, ইফতি, মেরাজ, ইয়াসিন, সামির, সিফাত, রাহাত, মাহিন, মাহাতাব, সেন্টু, প্লাবন, নাফিজ, মৃদুল, তানভির, সাইফুল, জিসান, রিয়াদ ও আরিয়ান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়