০১ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ২৮ ডিসেম্বর ২০২৪

আওয়ামীলীগ দেশকে তলা বিহীন ঝুঁড়িতে পরিণত করেছে: মুকুল

আওয়ামীলীগ দেশকে তলা বিহীন ঝুঁড়িতে পরিণত করেছে: মুকুল

মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোনাচড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মহানগর বিএনপির নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল। তিনি তার বক্তব্যে বলেন, "১৯৭১ সালে ২৫ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণা না করলে আমরা ১৬ ডিসেম্বর স্বাধীনতার বিজয় লাভ করতে পারতাম না। আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়নের কথা বলেছেন। আমরা ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য কাজ করছি।"

তিনি আরও বলেন, "মিথ্যা দিয়ে সত্য ডাকা যায় না। আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আমাদের দেশকে তলা বিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। এদেশের গণতন্ত্র হরণ করেছে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে শক্তিশালী করতে হবে।"

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ন কবির বুলবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এড. বিল্লাল হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বিএনপি নেতা সামছুজ্জোহা, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নেসার উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নাসির উদ্দিন, আমির হোসেন, মনোয়ার হোসেন, কামাল হোসেন, মো. ফারুক হোসেন, আব্দুল লতিফ, ইলিয়াস হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, হাজী সালাউদ্দিন, বেনজির আহাম্মেদ, জাহাঙ্গীর আলম, শাহআলম, ফরিদ, সেলিম, রাব্বি, ধামগড় ইউনিয়ন বিএনপির নেতা ইসলামসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়