৩১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৮, ২৮ ডিসেম্বর ২০২৪

উপজেলা চেয়ারম্যান পদে মাকসুদকে পুনর্বহালের দাবীতে মানববন্ধন

উপজেলা চেয়ারম্যান পদে মাকসুদকে পুনর্বহালের দাবীতে মানববন্ধন

বন্দর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান মো. মাকসুদ হোসেনকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বন্দর উপজেলার বাসিন্দারা। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ স্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে ফাহিম বলেন, "গত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মাকসুদ হোসেন ভাই স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৫০৩৫ ভোটের ব্যবধানে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ ও দুইবারের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে পরাজিত করেছেন। এমপি সেলিম ওসমান, শামীম ওসমান এবং লিয়াকত হোসেন খোকা নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করলেও মাকসুদ হোসেন ভোটারের ভালোবাসা নিয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, তাই মাকসুদ হোসেনকে স্বপদে বহাল করার দাবি জানাচ্ছি।"

সাউন্ড সিস্টেম ব্যবসায়ী রাব্বানী বলেন, "জনগণের ভোগান্তির কথা ভেবে মাকসুদ হোসেন তার ব্যক্তিগত অর্থায়নে গত বৃহস্পতিবার মদনপুর ইউনিয়নের চাঁনপুরে একটি ব্রিজ নির্মাণের কাজ উদ্বোধন করেছেন, যা চলমান। তাছাড়া কিছুদিন আগে বন্দর ইউনিয়নের কুশিয়ারায় ১টি ব্রিজের সংযোগ রাস্তা ও গাইড ওয়াল অসমাপ্ত থাকায় মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে।"

ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামাল বলেন, "মাকসুদ হোসেন এবং তার পরিবার এলাকার খেলাধুলা, ওয়াজ মাহফিল, অসুস্থ মানুষের চিকিৎসাসহ বিভিন্ন সমাজসেবা কাজে সহায়তা করে যাচ্ছেন এবং জনগণকে উৎসাহিত করছেন। তাই বন্দর উপজেলাবাসীর কল্যাণে ও উন্নয়নে তাকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করতে হবে।"

মানববন্ধন কর্মসূচি প্রায় এক ঘন্টা শান্তিপূর্ণভাবে চলতে থাকে এবং উপস্থিত জনতা বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মাকসুদ হোসেনকে পুনরায় চেয়ারম্যান পদে বহালের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন।

এ সময় শাহাদাৎ হোসেন, আ. রহিম, বেলাল হোসাইন এবং রুমা আক্তার সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়