সাটার মেরামত করতে দেরি হওয়ায় হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ৩
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় নয়ামাটি এলাকায় সাটার মেরামত করতে দেরি হওয়া নিয়ে সৃষ্ট বিরোধে হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ইসলাম (৪৩), তার স্ত্রী জানু বেগম (৩৮), এবং দেবর টুকু মিয়া (৩৫)।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়ামাটি ভাংতি এলাকায় এই ঘটনা ঘটে। হামলাকারীরা বসতবাড়ি এবং ওয়ার্কশপ ভাঙচুর করে ২.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত গৃহবধূ জানু বেগম হামলার ঘটনার দিন রাতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্তরা হলেন, ধামগড় এলাকার আসলাম মিয়া, তার স্ত্রী সাথী বেগম, ছেলে রামিম, এবং মৃত শামসুল হকের ছেলে সাদুসহ ১৫-২০ জন।
জানু বেগম জানান, তার স্বামী ইসলাম পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রী। প্রায় এক মাস আগে আসলাম মিয়া একটি গরুর গোয়ালঘরের সাটার তৈরির কাজ দেন। সাটারে ত্রুটি থাকায় তা মেরামতের নির্দেশ দেন আসলাম। তবে সাটার মেরামত করতে দেরি হওয়ায় আসলাম ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে হামলা চালান।
আসামিরা অতর্কিতভাবে ওয়ার্কশপে এবং তাদের বসতবাড়িতে হামলা চালায়। ইসলাম ও তার ভাই টুকুকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। বাধা দিতে গেলে জানু বেগমকেও কুপিয়ে আহত করা হয়। হামলার সময় হামলাকারীরা ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।