বন্দরে চাঁদাবাজির মামলায় তুষার গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং পরিচালনাকারী রাকিব হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় চাঁদাবাজ তুষার (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত তুষার বন্দর থানার নবীগঞ্জ শান্তিবাগ এলাকার বাসিন্দা এবং তাইজুল ইসলামের ছেলে।
আহত রাকিব হোসেন গত ৬ ডিসেম্বর বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত তুষার ও তার সহযোগীরা ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ১ নভেম্বর তারা রাকিবকে বেদমভাবে মারধর ও কুপিয়ে জখম করেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করেন।
গত শনিবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশ নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ তুষারকে গ্রেপ্তার করে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার বাদী রাকিব হোসেন জানান, তিনি নারায়ণগঞ্জ নদী বন্দরের সোনাকান্দা ঘাট থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ের শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং পরিচালনার বৈধ ইজারাপ্রাপ্ত। ইজারার কার্যক্রম শুরুর পর থেকেই অভিযুক্ত সফর আলী, জনি, আরমান, তুষার, হৃদয়সহ আরও কয়েকজন বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল।
গত ১ নভেম্বর দুপুরে বন্দর থানার ঢাকেরশ্বরী ক্রাউন সিমেন্ট সংলগ্ন তেলের ঘাট এলাকায় চাঁদাবাজরা ৬ লাখ টাকা দাবি করেন। রাকিব তা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে বাঁচেন।
পুলিশ জানায়, অভিযুক্ত তুষারকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজি ও হামলার সঙ্গে তার সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।