০৫ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৭, ৩ ডিসেম্বর ২০২৪

বন্দরে জমি-রাস্তা বিরোধে সন্ত্রাসী হামলা: আহত ৫

বন্দরে জমি-রাস্তা বিরোধে সন্ত্রাসী হামলা: আহত ৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি ও রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আহতদের কাছ থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

আহতরা হলেন, আসাদুল্লাহ (৬৮), শাহ আলম (৪২), নূরে আলম (৪২), শাহিন (৩২), ইবাদুর (২৮)। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, স্থানীয় প্রবাসী হারুন মিয়ার ক্রয়কৃত জমি দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা করে আসছিলেন মৃত সোয়েদ আলীর তিন ছেলে—গোলজার হোসেন, আমান উল্লাহ, এবং অলিউল্লাহ। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গোলজার, আমান উল্লাহ, এবং অলিউল্লাহর নির্দেশে সন্ত্রাসীরা জমি দখল করতে যায়। এ সময় বৃদ্ধ আসাদুল্লাহ তাদের বাধা দিলে তাকে গ্যাস পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে বাঁচাতে গিয়ে শাহ আলম, নূরে আলম, শাহিন এবং ইবাদুরও হামলার শিকার হন। হামলাকারীরা ২ লাখ ২০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ ২৩-৫৭৫২) ছিনিয়ে নিয়ে যায়।

আহতদের এক আত্মীয় আব্দুল আওয়াল মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে নাম উল্লেখ করে ৯ জন এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— গোলজার হোসেন, আমান উল্লাহ, অলিউল্লাহ, আবুল, সোহাগ, আনিছ, দুলাল, কবির, বাবু

বন্দর থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়