২৪ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৯, ১৮ নভেম্বর ২০২৪

বন্দরে সৎ ভাইদের বিরুদ্ধে হামলার অভিযোগ বোনের

বন্দরে সৎ ভাইদের বিরুদ্ধে হামলার অভিযোগ বোনের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইদের বিরুদ্ধে এক নারী গ্রাম পুলিশ সদস্য ও তার বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) গ্রাম পুলিশ সদস্য জোসনা বক্স বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে গত ২৭ অক্টোবর দুপুর ১২টায় বন্দর উপজেলার মুছাপুর তাজপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগ জোসনা বলেন, ‘বন্দর তাজপুর এলাকার জীবন মিস্ত্রির মেয়ে জোসনা বক্স তার নিজ ভূমিতে একতলা বিল্ডিং তৈরি করে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তার সৎ ভাই মিজানুর, তার স্ত্রী আরবিন বেগম এবং বড় সৎ ভাই সেকেন্দার জোসনা বক্সের বাড়ি দখল নেওয়ার চেষ্টা করে আসছিল। বিভিন্ন সময় তারা জোছনা বক্সের বাড়ির নির্মাণ কাজেও বাধা দিয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর দুপুরে  বাড়ির রাস্তার সামনে জোসনা বেগমকে দেখতে পেয়ে তার সৎ ভাইয়েরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই সময় তার মা হালিমা বেগম প্রতিবাদ করলে মিজানুর, আরবিন সেকান্দারসহ অজ্ঞাত ৩ জন ক্ষিপ্ত হয়ে এলোপাথারী কিল, ঘুষিসহ লাঠিসোটা দিয়ে পিটিয়ে নিলাফুলা জখম করে এবং ঘর ভাংচুর করে।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সর্বশেষ

জনপ্রিয়