০৩ নভেম্বর ২০২৪

প্রকাশিত: ২০:৪৪, ৩০ অক্টোবর ২০২৪

বন্দরে গ্যাস সংকট সমাধান না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারী

বন্দরে গ্যাস সংকট সমাধান না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারী

নারায়ণগঞ্জের বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায়  গ্যাস সংকট নিরসনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশুরা প্ল্যাকার্ড হাতে অংশ নেন। 

দড়ি সোনাকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল হোসেনের সভাপতিত্বে ও দড়ি সোনাকান্দা জামে মসজিদের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নাসিকের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ, বায়তুস সালাত জামে মসজিদের সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন প্রমুখ। 

মানববন্ধনে নুরুল হোসেন বলেন, আমাদের এলাকায় ১৯৭২ সাল থেকে গ্যাসের লাইন রয়েছে। কিন্তু গত ৪ বছর ধরে আমরা ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী গ্যাস পাচ্ছি না। যদি গ্যাস না দিতে পারেন তাহলে আমরা বিল দিব কেন। আমরা গত ৪ বছরের গ্যাস বিল মওকুফ চাই। গ্যাস না থাকার কারণে আমাদের লাকড়ির চুলা নয়তো সিলিন্ডার ব্যবহারে অতিরিক্ত অর্থ ব্যায় করতে হচ্ছে। সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। 

সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেন, বন্দরের সব এলাকায় গ্যাস থাকলেও ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী বৈষম্যের শিকার হচ্ছি। যদি আমাদের গ্যাস না দিতে পারেন তাহলে আমরা বিল দিব কেন। যদি গ্যাস সমস্যা সমাধান না করেন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। আমরা এলাকার সব মিল ফ্যাক্টরি বন্ধ করে রাস্তায় নামবো।

সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ বলেন, দীর্ঘ ৪ বছর ধরে নাসিকের ১৯ ও ২০ নং ওয়ার্ডবাসী গ্যাস সঙ্কটে দুর্ভোগে রয়েছে। সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাচ্ছেন নারীরা।

সর্বশেষ

জনপ্রিয়