হরিপুর বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বিতরণ বন্ধের চেষ্টা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৪১২ মেগাওয়াটের হরিপুর বিদ্যুৎকেন্দ্রটির বিতরণ সুইচ দুপুরে বন্ধ করে দিয়েছিলেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা৷ পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে এটি আবার চালু করে৷
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুুদুল হক জানান, বিদ্যুৎ কেন্দ্রটির বিতরণ সুইচ বন্ধ করে দেওয়া হয়েছিল৷ অন্তত ২০ মিনিটের মতো এটি বন্ধ ছিল৷ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে এটি আবার চালু করে৷ এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে৷
এই ঘটনায় বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌ. হরেন্দ্র নাথ বর্মনকে তাৎক্ষণিক যশোরে বদলি করা হয়েছে বলে পল্লী বিদ্যুতের একটি সূত্র জানিয়েছে।