ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে ঘুমন্ত অবস্থায় শাকিল বেপারী ওরেফ জুনিয়র সাকিব (৩০) নামে এক যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগে তার স্ত্রী শিখা খানকে গ্রেফতার করেছে পুলিশ। আহত শাকিল বেপারীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন।
আহত শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিব মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দী কাঠের পুল এলাকার মিন্টু বেপারীর ছেলে আর শিখা খান মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার সন্তোষপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে। তারা টিকটকের কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন।
মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কান্দীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
তথ্য সূত্রে জানা গেছে, গত ২ বছর পূর্বে মাদারীপুর জেলার একই থানার নয়াকান্দী কাঠের পুল এলাকার মিন্টু বেপারীর ছেলে টিকটকার শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবের সাথে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার সন্তোষপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে শিখা খানের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। টিকটকার শিখা খানের পূর্বে আরো ২টি বিয়ে হয়। এ ছাড়াও টিকটকার শাকিল খান ওরফে জুনিয়র সাকিব বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে স্ত্রী নেশা জাতীয় পানীয় খাইয়ে স্বামী সাকিবকে ঘুম পাড়িয়ে দেয়। পরে ভোর ৪টায় টিকটকার নারী শিখা খান ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় তার স্বামী টিকটকার শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গ কর্তন করে। পরে শিখা নিজেই সরকারী জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের কাছে নিজের অপরাধের কথা শিকার করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্ত্রীকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।