ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে অবশেষে বদলি করা হয়েছে। থানায় দায়িত্ব গ্রহণের মাত্র আট মাসের মাথায় তাকে এই পদ থেকে সরিয়ে নেওয়া হলো। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’-সার্কেল) মেহেদী ইসলাম।
২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আড়াইহাজার থানায় যোগ দেন ওসি এনায়েত হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি আরও আলোচনায় আসে।
এছাড়াও সম্প্রতি আড়াইহাজারের দুপ্তারা বাজার এলাকায় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের একটি রাজনৈতিক তোরণ নির্মাণকে কেন্দ্র করে আইনি সহযোগিতা না দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, ওসি এনায়েত হোসেন ওই ঘটনায় নিরব ভূমিকা পালন করেন, এমনকি সন্ত্রাসীদের হুমকি-ধমকির পরও যথাযথ ব্যবস্থা নেননি।
একটি ঘটনায়, স্থানীয় সন্ত্রাসীরা ফাঁকা গুলিসহ খোকন নামে এক যুবককে প্রাণনাশের হুমকি দেয়। থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো পদক্ষেপ না পেয়ে খোকন তার এসএসসি পরীক্ষার্থী ছেলেসহ পুরো পরিবার নিয়ে নিরাপত্তার অভাবে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। সন্ত্রাসীদের বিরুদ্ধে খোকনের বাড়িতে ভাংচুর ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।
ওই ঘটনায় বেবী আক্তার নামে এক নারী ১৫ এপ্রিল পুলিশ মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অপরদিকে, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং পারভীনের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন মোল্লাও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
এইসব ঘটনায় তীব্র সমালোচনা ও চাপের মুখে শেষমেশ ওসি এনায়েত হোসেনকে বদলি করা হলো।





































