১৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪১, ৮ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিএসইজেড বা জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের ৩৬ বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মঙ্গলবার (৮ এপ্রিল) প্রতিনিধি দলটি পরিদর্শনকালে বিএসইজেড কর্তৃপক্ষ প্রথমে তাদের অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো ও অন্যান্য সুবিধা সম্পর্কে ধারণা দেয়। এরপর, তারা সিঙ্গারের কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকারী প্রতিনিধি দলের মধ্যে চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ভারতের ৩৬ ব্যবসায়ী ও বিনিয়োগকারী ছিলেন। তাঁদের মধ্যে চীনের ১০ জন, জাপানের ৩, সৌদি আরবের ৩, সংযুক্ত আরব আমিরাতের ৩, যুক্তরাষ্ট্রের ৮ এবং ভারতের ১ জন প্রতিনিধিত্ব করেন। এছাড়া, বিদেশে বসবাসকারী (এনআরবি) ৮ বাংলাদেশি ছিলেন।

এছাড়াও, বিএসইজেড কর্তৃপক্ষ সুইডেনের মালিকানাধীন নিলর্ন বাংলাদেশ প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে। নিলর্ন বাংলাদেশ তৈরি পোশাক খাতের উপকরণ উৎপাদন করে এবং তারা বিএসইজেডে গার্মেন্টস অ্যাকসেসরিজ উৎপাদনের জন্য আরও বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনা করছে। নিলর্ন বাংলাদেশ ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ডলার পর্যন্ত ধাপে ধাপে বিনিয়োগ করবে এবং এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০০ মানুষের কর্মসংস্থান হবে, এমনটি জানিয়েছেন নিলর্ন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল কাইয়ুম।

সর্বশেষ

জনপ্রিয়