০৩ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৩, ২১ মার্চ ২০২৫

আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত ১

আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভাধীন মার্কাস মসজিদে তুচ্ছ একটি ঘটনার কারণে হামলা ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। কল্যান্দী গ্রামের মোক্তার হোসেনের ছেলে মো. শ্রবন কে পিটিয়ে আহত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এশার নামাজ ও সারা রাত এবাদত করার জন্য মো. শ্রবন গোপালদী মার্কাস মসজিদে যান। ঘটনার সময় রাত ৩টার দিকে মসজিদের ভিতরে শ্রবন তার মোবাইলে সময় দেখাকে কেন্দ্র করে উলুকান্দী গ্রামের রফিকুল ওরফে সিয়াম তাকে চর থাপ্পর মারে এবং কথা কাটাকাটি হয়।

এই ঘটনার পর শুক্রবার ফজর নামাজ শেষে, সিয়াম (১৬), রমজান (১৯), তানভীর হোসেন (২১) সহ ১০-১২ জন দেশীয় অস্ত্র—লাঠি, দা, হকিস্টিক, লোহা রড নিয়ে শ্রবনকে মসজিদের বাইরে ডেকে নিয়ে তার ওপর হামলা চালায়।

খবর পেয়ে শ্রবনের খালাতো ভাই রিদয় ও জহির তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার এ টু জেট হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে আড়াইহাজার সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি দেখে তাকে ইউএস বাংলা কলেজে হাসপাতালে পাঠানো হয় সিটিস্ক্যান করার জন্য। রিপোর্ট খারাপ আসার পর তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ১০টায় তার মাথায় অপারেশন করার কথা জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে শ্রবনের ফুফা সার্জেন্ট ফারুক আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

সর্বশেষ

জনপ্রিয়