০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৯, ১৯ মার্চ ২০২৫

আড়াইহাজারে মহিলা দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আড়াইহাজারে মহিলা দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মহিলা দলের উদ্যোগে আশিক সুপার মার্কেটে বুধবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী পারভীন আক্তার। তিনি বলেন, "বর্তমানে দেশে ধর্ষণের ঘটনা মহামারী আকারে বিস্তার লাভ করেছে। ধর্ষকদের সনাক্ত করে প্রকাশ্যে বিচারের দাবী জানাই আমি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে।"

পারভীন আক্তার আরও বলেন, "বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, গণতন্ত্র হুমকির মুখে পড়ছে। দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে, বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের দ্বারা।"

তিনি বলেন, "আমরা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছি, জনগণের কল্যাণে কাজ করার জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো পুলিশী রাষ্ট্র চাই না, বরং রাষ্ট্রের মালিক হবেন দেশের জনগণ।"

পারভীন আক্তার আরও বলেন, "যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজী, সন্ত্রাসী ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান।"

ইফতার ও দোয়া মাহফিলে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিরিন সুলতানা মেম্বারের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংগঠনের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লার পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এছাড়া, অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, আড়াইহাজার উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতিসংগঠনের সভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম, সাধারণ সম্পাদক মাছুমা বেগম, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদক সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক শিকদার আলী, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাসের সভাপতি শাহাদাত হোসেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়াসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়