০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৫, ১৪ মার্চ ২০২৫

আড়াইহাজারে ধানক্ষেত থেকে দুইটি শটগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার

আড়াইহাজারে ধানক্ষেত থেকে দুইটি শটগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গাজীপুরা এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "গাজীপুরা এলাকার একটি ধানক্ষেত থেকে দুটি শটগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।"

তিনি আরও বলেন, "অস্ত্র ও গুলিগুলো পুলিশের বলে নিশ্চিত হওয়া গেলেও কোন থানার তা এখনো জানা যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।"

সর্বশেষ

জনপ্রিয়