০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:২৪, ১৩ মার্চ ২০২৫

আড়াইহাজারে মামলার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

আড়াইহাজারে মামলার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে দায়ের করা মামলার নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জালাল হোসেন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সখেরগাঁও গ্রামে ঘটে। অভিযুক্ত মো. জালাল হোসেন (৪০) মৃত বিল্লাল হোসেনের ছেলে। এছাড়া মামলায় আরও দুই আসামি সেলিম (৪২) ও মো. সোহেল (৩৫) এর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালে পারিবারিক কলহের জেরে ভিকটিমের স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এসময় আসামি জালাল, যিনি ভিকটিমের স্বামীর চাচাতো ভাই, মামলার নাম বাদ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমের সঙ্গে যোগাযোগ শুরু করে।

প্রথমে ফোনে কথোপকথনের মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এক পর্যায়ে গত ১৫ ফেব্রুয়ারি বাড়ি ফাঁকা পেয়ে ভিকটিমকে ধর্ষণ করে জালাল। পরবর্তীতে মামলা খারিজের আশ্বাস দিয়ে নরসিংদীর হোটেল রিল্যাক্সে নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করা হয় এবং সেই ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়।

এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। ভিকটিম জালালের কু-প্রস্তাবে রাজি না হলে ধর্ষণের ভিডিও অন্যান্য আসামিদের দেওয়া হয় এবং তারা তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। একই সঙ্গে মামলা নিষ্পত্তির নামে ৩ লাখ টাকা দাবি করা হয়।

ভিকটিম মামলা না করার শর্তে স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করতেও বাধ্য হন। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি আর চুপ থাকতে পারেননি এবং বুধবার রাতে থানায় মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, থানায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রধান আসামি জালাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়