০৯ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ৬ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে ইউএনও

আড়াইহাজারে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে ইউএনও

আড়াইহাজারে শীতার্ত মানুষের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন তিনি। বিশনন্দী ফেরিঘাট, গোপালদী, জালাকান্দী, গাজিপুরা, কামরানিরচর, পুরিন্দা, পাল্লা, সাতগ্রাম, বান্টিসহ নানা এলাকায় অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এবং রাস্তায় থাকা শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

এ সময় ইউএনও সাজ্জাত হোসেন বলেন, “শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। ফুটপাতে খোলা আকাশের নিচে শুয়ে থাকা অনেক মানুষের জন্য শীতের এই সময়ে প্রয়োজনীয় শীতবস্ত্র থাকে না। তাদের সাহায্য করার জন্যই আমি রাতের অন্ধকারে বের হয়ে কম্বল বিতরণ করেছি। এটি একটি মানবিক উদ্যোগ, এবং আমি এই কাজ অব্যাহত রাখতে চেষ্টা করবো।”

গাজীপুরা এলাকার এক মধ্যবয়সী নারী কম্বল পেয়ে তার অনুভূতি জানিয়ে বলেন, “কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলাম। শীতে শারীরিকভাবে অসহায় হয়ে পড়েছিলাম। এখন কম্বল পেয়ে খুব ভালো লাগছে। আমি জানি না কে কম্বল দিয়েছেন, তবে আল্লাহ তাকে ভালো রাখুন।”

সর্বশেষ

জনপ্রিয়