আড়াইহাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহসিন (৩৫) গ্রেফতার হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ তার নিজ এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত মহসিন আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মহসিন সিআর মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, শনিবার (৭ ডিসেম্বর) সকালে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।