আড়াইহাজারে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ এক বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরেক আসামিকে গ্রেফতার করেছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বিশনন্দি ইউনিয়নের চালারচর গ্রামের মৃত বুদ্দার ছেলে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হাসিম (৫০) ও
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইমন (২৫)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সাজাপ্রাপ্ত হাসিম এবং পরোয়ানাভুক্ত ইমনকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি।