আড়াইহাজারে বিএনপির কার্যালয় গেট ভাঙচুর-পোস্টার ছেঁড়ার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে বিএনপির একটি কার্যালয়ের গেট ভাঙচুর ও ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি বিএনপি নেতাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি রয়েছে। চার নেতার অনুসারীরা চারটি বলয়ে বিভক্ত। এর মধ্যে একটির নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। উপজেলা বাজারে তার সমর্থিত নেতাদের একটি দলীয় কার্যালয় রয়েছে।
বিএনপি নেতা সুমনের অনুসারীরা জানান, সোমবার রাত ১০টা পর্যন্ত তারা কার্যালয়ে ছিলেন। পরে কার্যালয় তালা দিয়ে তারা বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে এসে দেখেন কার্যালয়ের প্রধান গেইট ভেঙ্গে গেইটসহ গেইটে থাকা ব্যানার কে বা কারা লুটে নিয়েছে। আশেপাশের দেয়ালে সাঁটানো পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তাদের।
মাহমুদুর রহমান সুমন বলেন, ‘আড়াইহাজারে এখনো আওয়ামী লীগের দোসরা অপকর্ম করে যাচ্ছে। আমি এই ঘটনায় তদন্ত করার জন্য দাবি জানাচ্ছি।’
যোগাযোগ করা হলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ‘পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’