২২ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩১, ২৯ অক্টোবর ২০২৪

মাদ্রাসা ছাত্র হত্যায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আটক

মাদ্রাসা ছাত্র হত্যায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদ্রাসা ছাত্র মাহবুব হত্যায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সৈকতকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাকে আটকের কথা নিশ্চিত করেন র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। 

সৈকত আড়াইহাজারের হাইজাদী এলাকার সেন্দীপাড়া গ্রামের মো. বিল্লালের ছেলে। 

র‍্যাব জানায়, গত ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আড়াইহাজারের আশকর আলীর ছেলে মাদ্রাসা ছাত্র মাহাবুব হত্যা মামলায় সৈকতসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামিদের মধ্যে কাউছার জেল হাজতে আটক থাকলেও অপর দুই আসামি সৈকত ও শামীম দীর্ঘদিন আত্মগোপনে রয়েছে। সৈকত এর অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। 

র‍্যাব আরও জানায়, এই বছরের ১৭ মে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে মাহবুবের লাশ উদ্ধার করা হয়। মাহবুব বন্দর কওমী মাদ্রাসায় পড়ালেখা করতেন। কয়েকজন ‘খারাপ’ ছেলেদের সঙ্গে খেলাধুলা করলে তার বড় ভাই আবু হানিফ শাসন করেন। পরে মাহাবুব রাগ করে বাড়ি থেকে চলে যায়। রাত ১২টার দিকে মাহবুবকে মৃত অবস্থায় ধান ক্ষেতে পাওয়া যায়। আদালতে আসামিরা স্বীকার করে যে, তাস খেলা নিয়ে সেদিন রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই দ্বন্ধেই মাহাবুবকে ছুরিকাঘাতে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


 

সর্বশেষ

জনপ্রিয়