২২ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১০, ২৩ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানীকে অর্থদন্ড

আড়াইহাজারে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানীকে অর্থদন্ড

আড়াইহাজারে মূল্য তালিকা না থাকায় ৩ দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান সদর বাজারের ৩টি দোকানীকে এই অর্থদন্ড প্রদান করেন। 

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে আড়াইহাজারের বিভিন্ন বাজারে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে। সেই অভিযোগের কারণে আড়াইহাজার পৌর বাজারের আওলাদের মুদি দোকানে ১ হাজার টাকা, সজিবের মুরগীর দোকানকে ৫'শ টাকা এবং আমজাদের সবজির দোকানকে ৫'শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই সময় আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন উপস্থিত ছিলেন। 

এই সময় বাজারের ফুটপাত উচ্ছেদ ও বিভিন্ন দোকানের মালিককে মূল্যতালিকা টানানোর জন্য সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। 
 

সর্বশেষ

জনপ্রিয়