আড়াইহাজারে বিএনপির দুপক্ষের পৃথক ২ সংঘর্ষে আহত ১১
আড়াইহাজারে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার ১২ অক্টোবর বিকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন নামের একজনকে ঢাকার পুঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদল রাধানগর বাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের অতিথি ইউনিয়ন বিএনপির সভাপতি সালামতের লোকজন অনুষ্ঠানে যাওয়ার পথে থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের লোকেরা তাদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে সাজ্জাদকে ঢাকায় এবং কামাল ও এরশাদকে সোনারগাও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ জানান, যুবদল অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আমি ইউনিয়ন সভাপতি হিসেবে দাওয়াত পেয়েছি। মোবারক ছাত্রদলের নেতা হওয়ার দাওয়াত পাইনি। সে কারণে আমাদের লোকদের উপর হামলা করেছি।
ছাত্রদল নেতা মোবারক হোসেন বলেন, তুচ্ছ ঘটনা মিমাংসা হয়ে গেছে।
অপর দিকে শনিবার বিকালে সাতগ্রাম ইউনিনয়নের বান্টি এলাকায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে উভয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বড়ধরণের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি।