২২ নভেম্বর ২০২৪

প্রকাশিত: ১৯:২৩, ১৭ অক্টোবর ২০১৭

আপডেট: ০৯:১২, ২ নভেম্বর ২০১৭

ডিএনডি’র জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি

ডিএনডি’র জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি

বিগত ছয় মাস ধরে ডিএনডি বাধেঁর জলাবদ্ধতায় জনসাধারণ বিভিন্ন ভোগান্তির কবলে পড়ছে।  ফতুল্লা থানার ৫নং ওয়ার্ড খুবই বিপদাপন্ন। এলাকা জুড়ে পানি বন্ধ হয়ে আছে। শহরে যাওয়ার মেইন রাস্তাগুলোতে পানির কারণে মানুষ চলাচল করতে পারছে না। স্কুল, কারখানা, বাজার, এবং যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ হয়ে আছে। কলেজ-বিশ্ববিদ্যালয়  পড়ুয়া ছাত্রদের পানি ভেঙ্গেই যেতে হচ্ছে। চাকুরীজীবী মানুষগুলোকে তাই।
এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে।
ওয়াসা অফিসে পানি  নিষ্কাশনের 
কথা জানালে তারা বিভিন্ন অযুহাত দেখায়। ডিএনডি বাধেঁর
 জলাবদ্ধতা নিয়ে মানববন্ধন করলেও এর কোনো উন্নতি দেখা
 যায়। তাছাড়া  শুকনো মৌসুমে
 দেখা গেছে ডিএনডি বাধেঁর রাস্তাগুলোর নাজেহাল দশা। অধিক মাত্রায় ভাঙ্গণের ফলে অনেক বড় ধরনের দূর্ঘটনাও ঘটে।
 নারায়ণগঞ্জ ৪  আসনের সংসদ সদস্য
 এ কে এম শামীম ওসমান গত বছর রাস্তার কাজ শুরু করলেও, এখনও অবধি রাস্তার
কাজের কোনো অগ্রগতি নেই। এ কারণে বিপদাপন্ন হচ্ছেন
সাধারন মানুষ।

 

https://www.facebook.com/groups/510845405930525/permalink/528447184170347/

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়