ধ্রুব সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের বন্দরে সাহিত্যিকদের মিলনমেলায় জাতীয় জীবনে কবিতার গুরুত্ব ও কবিদের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছেন দেশবরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ বন্দরের সাবদীস্থ গ্রীন গার্ডেন পার্কে খ্যাতিমান সাহিত্য সংগঠন ধ্রুব সাহিত্য পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও লেখক আড্ডায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় জীবনে কবিতার একটা বিশেষ ভূমিকা রয়েছে। সামনে পহেলা বৈশাখ—যা বাঙালির জীবনে সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “অনেকেই মনে করেন কবি সমাজ সংস্কারে ভূমিকা রাখেন না। কিন্তু বিশ্ব বিপ্লবের ইতিহাসে দেখা গেছে, সমস্ত রাজনৈতিক অশুভ শক্তিকে প্রতিহত করতে কবিরাই অগ্রণী ভূমিকা পালন করেছেন।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছড়াকার ও কণ্ঠশিল্পী এস.এ. শামীম এবং উদ্বোধন করেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ছড়া সাহিত্যিক ড. রুমন রেজা এবং বিশেষ আলোচক ছিলেন দেশবরেণ্য ছড়াকার আতিক হেলাল।
স্বাগত বক্তব্য রাখেন ধ্রুব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ছড়াকার ও সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন গার্ডেন পার্কের পরিচালক নজরুল ইসলাম, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি.এম. মাইনুদ্দিন, কবি ও প্রাবন্ধিক শেখ মামুন হোসাইন, ইন্স্যুরেন্স কর্মকর্তা ও সাংবাদিক মো. মনির হোসেন।
সঞ্চালনায় ছিলেন ছড়াকার ও অভিনেতা মোখলেছুর রহমান তোতা এবং চ্যানেল আইয়ের উপস্থাপিকা রোকসানা রহমান সামিয়া।
আয়োজনে অংশগ্রহণকারী লেখকদের মধ্যে ছিলেন, রবিউল মাশরাফী, শফিকুল আলম টিটন, চঞ্চল মেহমুদ কাশেম, নজরুল ইসলাম শান্তু, কাজী নাজিম উদ্দিন সুমন, মতিউর রহমান মনির, মাহফুজ ইকরাম, কামাল সিদ্দিকী, এস.এম. শাহাবুদ্দিন, আল আশরাফ বিন্ধু, কাজী আনিসুল হক হীরা, শফিকুল ইসলাম আরজু, মমতাজ বেগম, ফরিদা ইয়াসমিন সুমনা, ডা. বশির আহাম্মদ তুষার, শিপন হোসেন মানব, নাজমুল হাসান রুমি, নূরজাহান নীরা, জহিরুল ইসলাম মিন্টু, ফরিদ আহাম্মদ বাঁধন, মোহাম্মদ শামীম মিয়া, গিয়াসউদ্দিন খন্দকার, আমির হোসেন, সাদিয়া আফরিন তমা এবং বশির খান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক নেতা ও সংগঠক মো. আনোয়ারুল হক, বিমল চন্দ্র ঘোষ, সাইদুর রহমান এবং বাহাউদ্দিন পায়েল।
অনুষ্ঠানে নিবন্ধিত প্রতিটি লেখককে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করা হয়। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনটি লেখকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে এবং সকলেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জানান।